ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ দিনে বাণিজ্য মলায় ক্রেতাদের ভীড়

প্রকাশিত: ২৩:৫৫, ৩১ জানুয়ারি ২০১৬

শেষ দিনে বাণিজ্য মলায় ক্রেতাদের ভীড়

অর্থনৈতিক রিপোর্টার॥ আর কয়েক ঘণ্টা পরেই পর্দা নামছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ মুহূর্তে বেচাকেনা আর ক্রেতা-দর্শনার্থীর সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। ক্রেতা টানতে প্রত্যেক পণ্যে অতিরিক্ত ছাড় দিচ্ছে বিক্রেতারাও। রবিবার মেলার শেষ দিনে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদাচারণায় মূখর মেলা প্রাঙ্গণ। প্রত্যেক স্টল-প্যাভিলিয়নে ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রয়কর্মীদের। আর মাত্র কয়েক ঘণ্টা সময় হাতে থাকায় পণ্য বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। ক্রেতাদের মাঝেও চলছে কেনার প্রতিযোগিতা। বছরে এক বার বাণিজ্য মেলার আয়োজন হওয়ায় কোম্পানিগুলো মেলাকে কেন্দ্র করে নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে আসে। যা বছরের অন্য সময়ে পাওয়া যায় না। নতুন ডিজাইনের পণ্য থাকায় এসব পণ্যের চাহিদা বেশি। এ কারণেই ক্রেতারা ভীড় জমিয়েছেন বাণিজ্য মেোয়। মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকে মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় রয়েছে। আগতদের বেশিরভাগই ক্রেতা। সবাই কেনা-কাটা নিয়ে ব্যস্ত। অতিরিক্ত ছাড়ে পণ্য কিনতে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন অনেকেই। ক্রয়কৃত পণ্য বহনের জন্য পরিবারের সব সদস্যদের হাতে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। প্রায় প্রত্যেক দর্শণার্থীর হাতেই একাধিক পণ্যের প্যাকেট দেখা গেছে। পছন্দের পণ্য কিনে দুপুরের দিকে বাড়ি ফিরতে দেখা গেছে অনেক জনকে। মেলা থেকে ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়া ক্রেতাদের হাতে থাকা পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে গৃহস্থালি পণ্য। এর মধ্যে প্লাস্টিকের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থলি পণ্য। অপরিচিত বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আরএফএল, বেঙ্গল প্লাস্টিক, ওয়ালটন, সিঙ্গারসহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের পণ্যও হচ্ছে মেলাতে। ##
×