ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গুলি করে ছিনতাই

প্রকাশিত: ০৪:১৫, ২৭ জানুয়ারি ২০১৬

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গুলি করে ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারা সাইদনগর এলাকায় চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রীকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলছাত্রীর মা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় তার মেয়ে কোচিং থেকে বাসায় ফিরছিল। পথে স্থানীয় শাহাবুদ্দিন (৩৫) তাকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে বাসায় আটকে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে শাহাবুদ্দিন পালিয়ে যায়। মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়া হয়। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, অভিযোগ পেয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের মৃত্যু ॥ রাজধানীর রামপুরায় মাইক্রোবাসের ধাক্কায় আহত নাজমুল ইসলাম (২৩) মঙ্গলবার মারা গেছেন। বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই ॥ রাজধানীর হাজারীবাগে মঙ্গলবার অনিক হোসেন (২১) নামের এক বিকাশ এজেন্ট কর্মচারীকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রিজেন্ট হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা ॥ উত্তরার রিজেন্ট হাসপাতাল লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, ডাক্তারের স্বাক্ষরের স্থানে ল্যাব টেকনিশিয়ানের বিধিবহির্ভূত স্বাক্ষর এবং লাইসেন্সবিহীন ব্লাড ব্যাংক পরিচালনা করার অভিযোগে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সতর্ক হোন রাস্তা ফাঁকা পেয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে ছুটে চলেছেন বাইক চালক। সাধারণভাবে এক্ষেত্রে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় যেমন প্রত্যেক আরোহীর হেলমেট পরা সেটা তারা করেননি। এর ফলে যে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে সেদিকেও তাদের লক্ষ্য নেই। এ বিষয়ে বাইক চালকদের সতর্ক হওয়া প্রয়োজন। রাজধানীর একটি ব্যস্ত সড়ক থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। দৃষ্টি আকর্ষণ যে বয়সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটি শিশুর স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে সে ভিক্ষা করতে পথে নেমেছে। আসলে সে স্বেচ্ছায় এটি করছে না। বরং কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই ঘৃণ্য কাজটি তাকে দিয়ে করাচ্ছে। মূলত অভিভাবকহীন এই শিশু এদের শিকারে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে দৃষ্টি দেয়া প্রয়োজন। বনানী ওভারব্রিজ থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×