ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়নি : মাহবুব

প্রকাশিত: ০১:১০, ২৪ জানুয়ারি ২০১৬

খালেদার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়নি : মাহবুব

অনলাইন রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধে নিহত শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রবিবার এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার আইনি কৌঁসুলি মাহবুব হোসেন জানান, খালেদা জিয়া বলেছেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের কোন সঠিক তথ্য নেই। এ বিষয়ে সঠিক তথ্য থাকা দরকার। তার এ বক্তব্যে কোনভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি। ফৌজদারি কার্যবিধির ১২৪ (এ) ধারার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই ধারায় রাষ্ট্রদ্রোহের যে সংজ্ঞা রয়েছে, খালেদা জিয়ার বক্তব্য সে সংজ্ঞায় পড়ে না। এ সংজ্ঞা অনুযায়ী সরকারকে উৎখাতের জন্য জঙ্গি কার্যক্রম চালালে সেটা রাষ্ট্রদ্রোহ হয়। খন্দকার মাহবুব হোসেন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা বা সঠিক তথ্য এখনও ঠিক করা হয়নি। শহীদদের পরিবারকে সহায়তার জন্যও সঠিক তথ্য থাকা দরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে বিষয়টি সংযুক্ত করা হবে বলেও তিনি জানান। গত ২১শে ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ``আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।`` এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে একজন আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করলে গত ২১শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা করার অনুমতি দেয়।
×