ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ২৬ গবাদিপশু ফেরত দেয়নি বিএসএফ

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জানুয়ারি ২০১৬

কুড়িগ্রামে ২৬ গবাদিপশু  ফেরত দেয়নি বিএসএফ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া চৌদ্দকুড়ি সীমান্ত থেকে কৃষকদের ২৩টি গরু ও ৩টি ছাগল ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির কড়া প্রতিবাদ এবং গবাদিপশু ফেরেত চেয়ে দেয়া প্রস্তাবের তিন দিনেও সাড়া দেয়নি বিএসএফ পক্ষ। এ ঘটনায় উদ্বিগ্ন সীমান্তবাসী। আর গবাদিপশু ফেরতের আশায় দরিদ্র কৃষকরা প্রতিদিন বিজিবি ক্যাম্পে ধরণা দিচ্ছে। নুনখাওয়া চৌদ্দকুড়ি সীমান্তবাসীদের সূত্রে জানা যায়, বালারহাট গ্রামের মজিবর রহমানের ৯টি গরু, মনছার আলীর ৪ গরু, জসিম মিয়ার ৩টি এবং ইউনুছ আলীর ৩টি ছাগলসহ ৬ জন বাংলাদেশীর ২৩ গরু ও ৩টি ছাগল গত বুধবার সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডে বেঁধে রাখা ছিল।
×