ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে জাপার হরতাল পালন

প্রকাশিত: ০৪:১২, ২২ জানুয়ারি ২০১৬

রংপুরে জাপার হরতাল পালন

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসিরকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে রংপুরে জাপা আহূত সকাল-দুপুর হরতাল সর্বাত্মকভাবে পালিত হয়েছে। হরতালে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচা তরিতরকারী এমনকি হোটেল রেস্তরাঁ এবং পান-সিগারেটের দোকান পর্যন্ত বন্ধ ছিল। এ সময় রংপুর থেকে স্থানীয় এবং দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শুধু তাই নয়, কোথাও কোন রিক্সা, অটোরিক্সাও চলাচল করতে দেখা যায়নি। সকালে বাসা থেকে বেরিয়েই অফিস ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ কোন যানবাহন না পেয়ে দীর্ঘপথ হেঁটে কর্মস্থলে উপস্থিত হন। এ সময় এসব সাধারণ মানুষজনকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিলুপ্ত ছিটমহলে জমির কলমি নক্সা ও তথ্য হস্তান্তর স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম বলেন, অধুনালুপ্ত ছিটমহলবাসীর জমির মালিকানা নিশ্চিত করতে প্রাক জরিপ শেষে ডিজিটাল পদ্ধতির সাহায্যে চূড়ান্ত জরিপ ও ম্যাপ তৈরির কাজ শুরু করা হয়েছে। কারণ বিলুপ্ত ছিটমহলে বসবাসকারীদের কাছে এই মুহূর্তে জমির মালিকানার কোন কাগজপত্র নেই। তাদের মালিকা নিশ্চিত এবং ভোগান্তি দূর করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে ভূমির কলমি নক্সা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি সচিব। চুয়াডাঙ্গায় আট কোটি টাকার মাদক ধ্বংস নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২১ জানুয়ারি ॥ আট কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টাউন ফুটবল মাঠে আগুনে পুড়িয়ে ও রোড রোলার দিয়ে পিষ্ট করে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংসপ্রাপ্ত মাদকের মধ্যে রয়েছে ৩৮ হাজার বোতল ফেনসিডিল, ৪৪ হাজার বোতল মদ ও ১৯ কেজি গাঁজা। গত এক বছরে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্যগুলো বিজিবি উদ্ধার করে। বিদ্যুত অফিসে হামলা-ভাংচুর স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রে বৃহ¯পতিবার সকাল ১০টা বিদ্যুত গ্রাহকরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর ও প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে। শহরের টেকনিক্যাল কলেজপাড়ায় ত্রুটির কারণে দুদিন ধরে বিদ্যুত না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে। তারা বিষয়টি বিদ্যুত বিভাগের প্রকৌশলী আরিফুর রহমানকে অবগত করে বিদ্যুত সরবরাহের অনুরোধ জানায়।
×