ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডাঃ শামা হত্যার সুষ্ঠু তদন্ত দাবি

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ জানুয়ারি ২০১৬

ডাঃ শামা হত্যার  সুষ্ঠু তদন্ত দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ডাঃ শামারুখ মাহজাবীন শামা হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের চিত্রা মোড়ে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে যশোর সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, আইডিইবি যশোরের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, জেজেআই মিলের ডিজিএম হাবিবুর রহমান, মহিলা পরিষদ যশোরের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, ডাঃ শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম, সচেতন নাগরিক সমাজ যশোরের আহ্বায়ক শহিদুল হক বাদল প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, উদীয়মান ডাক্তার শামারুখ মাহজাবীন শামাকে পরিকল্পিতভাবে হত্যার পর এটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এখন বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করার চেষ্টা চলছে। নেতৃবৃন্দ শামা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ নবেম্বর যশোর-৫ আসনের সাবেক এমপি খান টিপু সুলতানের ধানম-ির বাসা থেকে তার পুত্রবধূ ডাঃ শামারুখ মাহজাবীন সামার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
×