ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্টার্ন কেবলসের লেনদেন চালু আজ

প্রকাশিত: ০৪:২৮, ২০ ডিসেম্বর ২০১৫

ইস্টার্ন কেবলসের লেনদেন চালু আজ

রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলসের লেনদেন চালু হবে আজ রবিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে আরও জানা যায়, গত ১৪ ডিসেম্বর এ কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু হয়। শেষ হয় গত ১৫ ডিসেম্বর। প্রসঙ্গত, ইস্টার্ন কেবলস ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কেবলস লোগো ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার আইসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুজ্জামান রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোঃ ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার এক চিঠিতে পরবর্তী এমডি নিয়োগের আগ পর্যন্ত আইসিবির দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইফতেখারুজ্জামানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয় অর্থ মন্ত্রণালয়। উল্লেখ্য, সদ্যবিদায়ী এমডি ফায়েকুজ্জামান ২০১০ সালে আইসিবির এমডি হিসেবে নিয়োগ পান। -অর্থনৈতিক রিপোর্টার
×