ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা দুই জয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

টি২০ বিশ্বকাপ বাছাই

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ নভেম্বর ২০১৫

টি২০ বিশ্বকাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার॥ দারুণ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। থাইল্যান্ডে চলমান টি২০ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় গ্রুপ ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে জাহানারা আলমের দল। ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট টেকনোলজি গ্রাউন্ডে রবিবার স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে শনিবার স্বাগতিক থাইল্যান্ডের মেয়েদের ৭৩ রানে হারিয়েছিল বাংলাদেশ মহিলা দল। মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে স্কটিশ মেয়েদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে অসহায় ছিল তারা। নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে তারা। স্কটল্যান্ডের কোন ব্যাটার বেশিক্ষণ উইকেট থাকতে পারেননি। পরের দিকে বাংলাদেশের দুই স্পিনার রুমানা আহমেদ ও খাদিজা-তুল-কুবরার ভয়ানক বোলিংয়ে ১৯.১ ওভারে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় স্কটিশ মেয়েরা। ক্যাথরিন ব্রাইস সর্বোচ্চ ১২ রান করেন। এছাড়া চার ব্যাটারের ব্যাট থেকে আসে ৮ রান করে। রুমানা ৪ ওভারে দু’টি মেডেনসহ মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট এবং কুবরা দু’টি উইকেট নেন। স্বল্প রানের সহজতম লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার আয়েশা রহমান শুকতারা ও শারমিন আখতার। তবে দলকে জয় থেকে মাত্র ১ রান দূরে রেখে দু’জনই সাজঘরে ফেরেন। শারমিন ৩৫ বলে ২ চারে ২৬ এবং শুকতারা ৩৪ বলে ৩ চারে ২৪ রান করেন। ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে জয় পায় বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত বোলিং এবং জয়সূচক রান করে ম্যাচসেরা হন রুমানা। এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দু’টি দল আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত মহিলা টি২০ বিশ্বকাপেও বাছাই পর্ব খেলে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।
×