ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ পর্যটক

প্রকাশিত: ২৩:০৯, ২৩ অক্টোবর ২০১৫

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ পর্যটক

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বর্দু এলাকায় বাস ও লরির সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বর্দুর পূর্বে পিসগিয়াঁ এলাকায় দুই বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। একটি ফরাসি পত্রিকার বরাত দিয়ে বিবিসি লিখেছে, দুর্ঘটনাকবলিত বাসটির অধিকাংশ আরোহী ছিলেন প্রবীণ, ছুটি কাটাতে বেড়াতে বেরিয়েছিলেন তারা। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, দুর্ঘটনার পরপরই দুই বাহনে আগুন ধরে যায়। বলা হচ্ছে, তিন দশকের মধ্যে এটিই ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ১৯৮২ সালে বুনে এক দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছিল।
×