ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদের বিশেষ নাটক ‘আবর্তনে ভালবাসা’

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ আগস্ট ২০১৫

ঈদের বিশেষ নাটক ‘আবর্তনে ভালবাসা’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ঈদ-উল-আজহার বিশেষ নাটক ‘আবর্তনে ভালবাসা’। রাজীব মণি দাসের রচনা ও সুজন বড়–য়ার পরিচালনায় রোমান্টিক গল্পনির্ভর নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ইমন ও অহনা। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন মৌ, ঝুনা চৌধুরী, শিখা মৌ, কাজী শিলা, সৈয়দ আলী, ফারিন, সেলিম খান প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যায়, দীর্ঘ আট বছর ধরে একা নিভৃতে গ্রামের সহজ-সরল ছেলে আজাদ ভালবাসে অবন্তীকে। আজাদকে স্মার্ট করতে মরিয়া হয়ে ওঠে মৌ। মৌ ও আজাদকে দেখে হিংসা হয় অনেকের। ভাগ্যের বেড়াজালে আজাদ লটারির টিকেট জিতে যায়। গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কারণ গ্রামের ধনী ব্যক্তিদের মধ্যে আজ সেও একজন। অবন্তীর বাবা আজাদের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। ত্রিমুখী ভালবাসাকে কেন্দ্র করে এগিয়ে যায় ‘আবর্তনে ভালোবাসা’ নাটকের গল্প। নাটকটি আসন্ন ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।
×