সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি কমিটির ৭০তম সভায় বরগুনার পাথরঘাটা উপজেলা সদরে অবস্থিত পাথরঘাটা মহাবিদ্যালয়ে দুটি বিষয়ে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। চলতি ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে স্নাতক (সম্মান)কোর্সে বাংলা ও সমাজবিজ্ঞান বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে বলে কলেজ সূত্রে জানাগেছে।
ইতোমধ্যে ওই বিষয় দুটিতে পাঠদানের জন্য ৫ জন করে মোট ১০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে কলেজটিতে ১হাজার ৫শত ১৩ জন শিক্ষার্থী, ৫৩ জন শিক্ষক ও ১২ জন কর্মচারী রয়েছে। পলি বিধৌত বিষখালী,বলেশ্বর ও বঙ্গোপ সাগর বেষ্টিত দুর্গম পাথরঘাটা উপজেলার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার জন্য ১৯৮৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে কলেজটিতে স্নাতক (পাস) কোর্স চালু হয়। সর্বশেষ চলতি ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান কোর্স চালু হওয়ায় সাগর তীরের জনসাধারনের মধ্যে আশার আলো দেখছে। গত ২৩ আগষ্ট পাথরঘাটা মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা পাথরঘাটা প্রেসক্লাবের সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জাতীয়করণের এই দাবির কথা জানিয়েছেন।