নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ আগস্ট ॥ নাশকতার মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক শওকত মাহমুদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তরিত করা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মোঃ নাসির আহমেদ জানান, শনিবার রাত ১১টার দিকে তাকে রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। তিনি ছাড়াও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এ কারাগারেই ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন।