ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলা ২য় পত্র

প্রকাশিত: ০৭:৪৭, ৫ আগস্ট ২০১৫

বাংলা ২য় পত্র

(পূর্ব প্রকাশের পর) ১৮. বর্তমানকালের অনুজ্ঞার মাধ্যম পুরুষের তুচ্ছার্থক ক্রিয়াপদে কোন বিভক্তি হবে? ক) শূন্য বিভক্তি খ) দ্বিতীয়া বিভক্তি গ) তৃতীয়া বিভক্তি ঘ) চতুর্থী বিভক্তি ১৯. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়? ক) ধাতু বোঝাতে খ) অর্থমূলক গ) ব্যাখ্যামূলক ঘ) উৎপন্ন বোঝাতে ২০. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? ক) আকাক্সক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) ইচ্ছা ২১. ‘চক্ষুদান করা’ - বাগধারাটির অর্থ কী? ক) কাউকে চোখ দান করা খ) চুরি করা গ) জ্ঞানদান করা ঘ) উপহার দেয়া ২২. ‘পুনরাবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলোÑ ক) পুন + আবৃত্তি খ) পুন + আবৃত্তি গ) পুনঃ + আবৃত্তি ঘ) পুনঃ + আবৃত্তি ২৩. বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়? ক) আকাক্সক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) অর্থবাচকতা ২৪. স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ নয় কোনটি? ক) রুক্সিণী খ) বেণী গ) পণ ঘ) ফণী ২৫. জনতা ক্ষেপে গেলে কারো রক্ষা নেই। এখানে ‘জনতা’ কোন ধরনের বিশেষ্য? ক) সংজ্ঞাবাচক বিশেষ্য খ) শ্রেণিবাচক বিশেষ্য গ) সমষ্টিবাচক বিশেষ্য ঘ) ভাববাচক বিশেষ্য ২৬. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে? ক) ষ খ) শ গ) স ঘ) ণ ২৭. ‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে? ক) আকাক্সক্ষার খ) যোগ্যতার গ) আসত্তির ঘ) নৈকট্যের ২৮. কোনটি একবচনের উদাহরণ? ক) মানুষ মরণশীল খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন গ) লোকে বলে ঘ) বনে বাঘ থাকে ২৯. সাধুরীতি হলো- ক) আঞ্চলিক শব্দবহুল খ) বিদেশি শব্দবহুল গ) তৎসম শব্দবহুল ঘ) তদ্ভব শব্দবহুল ৩০. বাংলায় কোন কোন পদের পুরুষ নেই? ক) সর্বনাম, অব্যয় খ) বিশেষণ, ক্রিয়া গ) সর্বনাম, বিশেষ্য ঘ) বিশেষণ, অব্যয় ৩১. ‘তরুচ্ছায়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - ক) তরু + ছায়া খ) তর + ছায়া গ) তরু + চ্ছায়া ঘ) তর + চ্ছায়া ৩২. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে? ক) বর্ণ খ) দ্বন্দ্ব গ) সন্ধি ঘ) সমাস ৩৩. করণ কারক কোথায় বসে? ক) কর্মের আগে খ) ক্রিয়ার আগে গ) ক্রিয়ার পরে ঘ) কর্মের পরে ৩৪. কোনটি ‘হ্রস্ব’ - এর বিপরীত শব্দ? ক) দীর্ঘ খ) ঋষী গ) বৃদ্ধি ঘ) হ্রাস ৩৫. ভাষা কী? ক) উচ্চারণের প্রতীক খ) কণ্ঠের উচ্চারণ গ) ভাব প্রকাশের মাধ্যম ঘ) ধ্বনির সমষ্টি ৩৬. সমাপিকা ক্রিয়া সাধারণত কোথায় বসে? ক) বাক্যের শুরুতে খ) বাক্যের মধ্যে গ) বাক্যের শেষে ঘ) বাক্যের শুরুতে ও শেষে ৩৭. সন্ধি কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩৮. ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছেÑ ক) প্রত্যয়যোগে খ) উপসর্গযোগে গ) বিভক্তিযোগে ঘ) সমাসযোগে ৩৯. ‘বধূক্তি’ শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বধু+উক্তি খ) বধু+ঊক্তি গ) বধূ+উক্তি ঘ) বধূ+ঊক্তি ৪০. নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূণরূপ রয়েছে? ক) উকিল খ) বাউল গ) মৌসুমি ঘ) পৃথিবী ৪১. বিসর্গ (:) থাকবে না পদের কোথায়? ক) প্রথমে খ) শেষে গ) মাঝখানে ঘ) বিশেষ ক্ষেত্রে ৪২. একটি বড় বাক্যের বাক্যাংশ দুটিকে বলে- ক) উদ্দেশ্য খ) স্বাধীন বাক্য গ) খ-বাক্য ঘ) অধীন বাক্য ৪৩. ‘গর গর’ কোন ধরনের শব্দ? ক) ধ্বন্যাত্মক শব্দ খ) অনুকার শব্দ গ) মৌলিক শব্দ ঘ) যৌগিক শব্দ
×