ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নূপুরের নিক্বণ...

প্রকাশিত: ০৬:০৪, ২ আগস্ট ২০১৫

নূপুরের নিক্বণ...

নূপুরের প্রতি বাঙালী মেয়েদের আকর্ষণ চিরন্তন। সময়ের আবর্তনে আগের দিনের অলঙ্কার এখন সেকেলে হয়ে গেলেও নূপুর ধরে রেখেছে নিজের অবস্থান। বিভিন্ন কবির কবিতায়ও নূপুর নানাভাবে উঠে এসেছে। তারা লক্ষ্য করেছেন, নূপুর ছাড়া মেয়েদের সৌন্দর্যচর্চা অসম্পূর্ণ থেকে যায়। গোলাপী মুক্তার নূপুর পরা পায়ের ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×