ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টানা দুইদিনের লেনদেন বিভ্রাটে ভোগান্তিতে বিনিয়োগকারী

প্রকাশিত: ০৪:১৭, ২৬ মে ২০১৫

টানা দুইদিনের লেনদেন বিভ্রাটে ভোগান্তিতে বিনিয়োগকারী

অর্থনৈতিক রিপোর্টার ॥ যান্ত্রিক ত্রুটিতে টানা দুইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বিঘœ ঘটায় নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে বিনিয়োগকারীদের। নির্ধারিত সময়ে লেনদেন শুরু ও শেষ করতে না পারায় বিনিয়োগকারীদের ব্যক্তিগত কাজে বিঘ্ন ঘটায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। এ সমস্যার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদসহ তথ্য প্রযুক্তি বিভাগকে দায়ী করছেন তারা। যদিও সোমবারে বেলা ১২টা ১৫ মিনিটের পর থেকে বিকেল ৪টা ১৫ পর্যন্ত লেনদেন হওয়ার কারণে পুরো চার ঘণ্টাই কাজে লাগিয়েছেন সবাই। কিন্তু ডিএসইর সফটওয়ার জটিলতাকে কোনভাবেই মেনে নিতে পারছেন না বাজার সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, কারিগরি ত্রুটির কারণে রবিবার ও সোমবার টানা দুই দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নির্ধারিত সময়ে শুরু হয়নি।
×