ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় বখাটেদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিলেন দুই নারী পর্যটক

প্রকাশিত: ০৫:৪২, ১৬ মে ২০১৫

কুয়াকাটায় বখাটেদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিলেন দুই নারী পর্যটক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ মে ॥ নিজেদের সাহসিকতার কারণে সম্ভ্রম রক্ষা করতে পারলেন দুই নারী পর্যটক। তাদের আর্তচিৎকারে লোকজন ছুটে এসে আউয়াল (২৪) নামের এক লম্পটকে আটক করেছে। কিন্তু মূল হোতা সোলায়মান (২৫) পালিয়ে গেছে। আউয়ালকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরের ঘটনা। দুই নারী পর্যটক সৈকত থেকে ফিরছিলেন। তাদের সহায়তার কথা বলে ভুলপথে আউয়াল নারিকেল বাগানে নিয়ে যায়। সেখানে লুকিয়ে থাকা লম্পট সোলায়মানসহ দু’জন পর্যটকদ্বয়ের ওপর হামলে পড়ে । ভয় না পেয়ে পর্যটক ভাঙ্গা ডাল নিয়ে পেটানো শুরু করে। সেই সঙ্গে চিৎকার দিতে থাকে। আটক আউয়াল জানায়, ‘শয়তানের ফ্যারে পর্ইরা মুই এই ভুল করছি। পারিবারিক ও সম্মানহানির ভয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করননি। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় ম-ল জানান, ঘটনাটি সত্য। উল্লেখ্য অভিযুক্ত সোলায়মান কুয়াকাটার বিভিন্ন সময় পর্যটকদের মালামাল চুরিসহ শ্লীলতাহানির মতো নানা অপকর্মের কারণে পুলিশের হাতে একাধিক বার আটক হয়। কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, আটক আউয়ালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
×