ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে নতুন প্রজন্মের তুলিতে মুক্তিযুদ্ধ

প্রকাশিত: ০৭:২৩, ৩১ মার্চ ২০১৫

বরিশালে নতুন প্রজন্মের তুলিতে মুক্তিযুদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেকের তুলির ছোঁয়ায় ভেসে ওঠে মুক্তিযুদ্ধের প্রকৃত রূপ। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার গৌরনদী উপজেলার নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) বিভা রানী মজুমদার। প্রতিযোগিতা শেষে ও পুরস্কার বিতরণের পূর্বে রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে শিশুদের সঙ্গে মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন কাহিনীর আলোকপাত করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, এএমজি কবির ভুলু, নুরুল আলম ফরিদ, এনায়েত হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, সমাজ সেবক আবু বক্কর ছিদ্দিক সোহেল, জাকির হোসেন, ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক সুশান্ত ঘোষ, সমাজসেবক মৃণাল কান্তি সাহা প্রমুখ। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
×