ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধানমণ্ডির স্কুল থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশিত: ০৮:১১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ধানমণ্ডির স্কুল থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারী বিদ্যালয়ের ভেতর থেকে পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ক্লাসে আসা শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হয়। শুক্রবার সকাল সাতটার দিকে স্কুলের ভেতরে প্রবেশ পথের কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সকাল সাতটার দিকে ধানমন্ডির কাকলি স্কুলের প্রবেশ পথে ককটেল রয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি বাজারের ব্যাগের মধ্যে ককটেল সদৃশ স্কচটেপ মোড়ানো পাঁচটি বস্তু রয়েছে। পরে পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পাঁচটি বস্তু খুলে দেখা যায় ভিতরে কোন বিস্ফোরক নেই। শুধু বালু ভর্তি করা। ওসি জানান, ধারণা করা হচ্ছে অবরোধ-হরতাল সমর্থনকারীরা আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি ঘটিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভ্যন্তরে আরও এমন কোন বন্তু রয়েছে কি না? সে জন্য তল্লাশি চালানো হয়েছে। এ কারণে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের ফেরত পাঠানো হয়েছে। ওসি জানান, যারা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মাহমুদা খাতুন জানান, ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ক্লাস বন্ধ রয়েছে। এ জন্য সন্তানকে নিয়ে বাসায় যাচ্ছি। অন্য অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আগে আমাদের সন্তানের জীবনের নিরাপত্তা দরকার। পরে ক্লাস। হরতাল-অবরোধের কারণে অন্য দিন তো ক্লাস হচ্ছে না। সে কারণে শুক্রবার ক্লাস করতে এসেছিল শিশুরা। কিন্তু সেটিও বন্ধ করে দেয়া হচ্ছে। শিশুরা তো রাজনীতি করে না। তাদের কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই এর একটি সমাধান হোক।
×