ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমার সৈনিকরা আক্রান্ত হলে গুলি করবেই ॥ বিজিবি ডিজি

প্রকাশিত: ০৫:১৫, ২৬ জানুয়ারি ২০১৫

আমার সৈনিকরা  আক্রান্ত হলে গুলি করবেই ॥  বিজিবি ডিজি

মানিক সরকার মানিক, রংপুর ॥ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিএসসি জি বলেছেন, ‘জানমালের নিরাপত্তা দিতে গুলি কেন, প্রয়োজনে যে কোন ব্যবস্থা নেবে আমার সৈনিকরা। তিনি বলেন, আমার অধিকার আমার বেঁচে থাকার অধিকার। সেখানে কেউ যদি আমার বেঁচে থাকার অধিকারে হস্তক্ষেপ করে তবে আমি কী হাত গুটিয়ে বসে থাকব ? ২০১৩ সালে আমার দুই সৈনিককে হত্যা করেছে নৈরাজ্যকারীরা। সে সুযোগ আমি আর দেব না তাদের। আমার সৈনিকরা আক্রান্ত হলে তারা গুলি করবেই। কারণ আমার কাছে তো অস্ত্র ছাড়া আর কিছু নাই। সন্ত্রাসীরা যদি আমার সামনে নৈরাজ্য করে তা নিবৃত্ত করতে যা প্রয়োজন তাই করতে হবে এবং নির্দেশনা আমার দেয়া আছে মাঠ পর্যায়ের সৈনিকদের প্রতি। আমরা জানি কোনটা মানবাধিকার লঙ্ঘন আর কোনটা মানবাধিকার লঙ্ঘন নয়।’ বিজিবি মহাপরিচালক রবিবার রংপুর অঞ্চলের সদর দফতরের উত্তর-পশ্চিম রিজিওনের নবনির্মিত কিছু ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, অবরোধের প্রেক্ষিতে জনগণের জানমাল এবং যানবাহন সঠিক গন্তব্যে পৌঁছে দিতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আপনারা জানেন, ২০১৩ সালে নৈরাজ্যকারীরা দেশজুড়ে কী পরিমাণ নৈরাজ্য চালিয়েছে। আমরা সেসব মোকাবেলা করতে পেরেছি। প্রয়োজনে আরও কঠোর হবে বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
×