ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনবল সঙ্কটে ডেমু ট্রেনে লাখ লাখ টাকা গচ্ছা

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৪

জনবল সঙ্কটে ডেমু ট্রেনে লাখ লাখ টাকা গচ্ছা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১২ ডিসেম্বর ॥ রেলপথ বিভাগ উন্নততর যাত্রী সেবার জন্য দেশের কয়েকস্থানে ডেমু ট্রেন সার্ভিস চালু করলেও এখন মাত্র একটি চালু আছে পার্বতীপুর-লালমনিরহাট-ঠাকুরগাঁও রেলরুটে। রেলসূত্র মতে, এ রুটে ২ সেট ডেমু ট্রেন সচল রয়েছে। তবে জনবল সঙ্কটের কারণে প্রতিনিয়ত লাখ লাখ টাকা গচ্ছা দিতে হচ্ছে বলে রেলসূত্রে জানা গেছে। এই ট্রেন সার্ভিসে ভ্রমণ করে চোখে পড়েছে, শত শত যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করলেও বেশিরভাগেই টিকেটবিহীন। ট্রেনে টিটিই না থাকায় স্টেশনে দায়িত্বরত পোর্টার,পয়েন্টসম্যানসহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিনা টিকেটের যাত্রীদের থেকে টিকেট ছাড়াই ভাড়া আদায় করছে। মাঝেমধ্যে ট্রেনের স্টোপেজে কর্তব্যরত স্টেশন মাস্টারকে যাত্রীদের টিকেট পরীক্ষা করতে দেখা যায়। যোগাযোগ করলে তারা জানান, টিটিইসহ জনবল সঙ্কটের কারণে তারা বাড়তি এ দায়িত্ব পালন করেন। পার্বতীপুর রেল স্টেশন বুকিং অফিস থেকে তথ্য নিয়ে জানা যায়, ২০১৪ সালের ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন পার্বতীপুর-লালমনিরহাট-ঠাকুরগাঁও রুটে ১০২৩ যাত্রী ডেমুতে ভ্রমণ করেছে। ভাড়া আদায় হয়েছে ২২হাজার ৬ টাকা । প্রকৃতপক্ষে এই ১০ দিনে যত যাত্রী ট্রেনে যাতায়াত করেছে তাদের মধ্যে তিনভাগ যাত্রী টিকেট কাটলে টাকার অঙ্ক কোটি টাকা ছাড়িয়ে যেত বলে রেলের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ জানিয়েছেন। রাজশাহীর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তবে যোগাযোগ করলে পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার আঃ আউয়াল ভূইয়া শুক্রবার বেলা ১১ টায় জনকণ্ঠকে জানান, ইতোমধ্যে যৌথ বাণিজ্যিক সভায় ডেমুর বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে মোতাবেক স্টেশন মাস্টারদের করণীয় ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। ট্রেনে ঘনঘন স্পেশাল চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অল্পদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।
×