
ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জ জেলার মাধবপুরে শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রটির কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, “আগুনে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে।”
তিনি জানান, পুরো জেলায় প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে চয়ন বলেন, “এটি এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বলা যাবে।”
ইমরান