
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, শিক্ষক মিজানুর রহমান সরকারি বাসা বরাদ্দ পেয়েও বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষকে ব্যক্তিগত বাসস্থানে পরিণত করেছেন। সেখানে রয়েছে একটি ফ্রিজসহ অন্যান্য বসবাসের সরঞ্জাম। এ ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, “প্রধান শিক্ষক আশপাশে ভাড়া বাসার সুযোগ থাকা সত্ত্বেও স্কুল ভবনেই অবস্থান করছেন। এতে আমরা বিব্রত। একজন শিক্ষক কীভাবে বিদ্যালয়কে নিজের বাসায় রূপান্তর করেন!”
বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে অভিযোগ করা হলে মিজানুর রহমান জানান, “স্কুলে আমি ছাড়াও আরও একজন শিক্ষক অবস্থান করেন। যেহেতু এখানে কোনো নৈশপ্রহরী নেই, তাই নিরাপত্তার স্বার্থে আমি স্কুলে থাকি।”
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলছে, সরকারি কোনো নীতিমালায় শ্রেণিকক্ষ দখল করে থাকার অনুমতি নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ বলেন, “কোনো শিক্ষক শ্রেণিকক্ষ দখল করে বাস করতে পারেন না। এটি সরকারি নীতিমালার পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়াও শিক্ষার্থীদের টিফিন টাকায় গরমিল ও ক্লাসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় স্কুলটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, “স্কুলে ছুটি দেওয়ার ক্ষমতা আমার রয়েছে।”
বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সানজানা