ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

পলাশবাড়ী হাসপাতালে নার্সিং সুপারভাইজারের টিকটক ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শামসুর রহমান হৃদয়, কন্ট্রিবিউটিং রিপোটার,গাইবান্ধা

প্রকাশিত: ১৪:০৬, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০৭, ২৮ জুলাই ২০২৫

পলাশবাড়ী হাসপাতালে নার্সিং সুপারভাইজারের টিকটক ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং সুপারভাইজার আফরোজা খানম দায়িত্বকালীন সময়ে টিকটক ভিডিও তৈরি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার এমন কর্মকাণ্ড শুধু হাসপাতালেই নয়, গোটা উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

জানা গেছে, বুধবার কর্মঘণ্টার মাঝেই নিজ দপ্তরে বসে মোবাইল ফোন ব্যবহার করে তিনি টিকটক ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তা তার ব্যক্তিগত টিকটক আইডিতে প্রকাশও করেন। খতিয়ে দেখা গেছে, তার প্রোফাইলে আরও একাধিক ভিডিও রয়েছে, যা কর্তব্যকালীন সময়ে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এমনকি রোগের সঙ্গেও বানান Tiktok ভিডিও। 

সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল, সবার কাছেই বিষয়টি নেতিবাচকভাবে ধরা পড়েছে। জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পেশায় থেকে, সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের বদলে টিকটক ভিডিও তৈরিতে সময় ব্যয় করা কতটা নৈতিক—এ প্রশ্ন তুলছেন অনেকেই।

বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালের একজন দায়িত্বশীল নার্সিং সুপারভাইজার কর্তৃক এমন দায়িত্বহীন আচরণ শুধুমাত্র পেশাগত শৃঙ্খলা নয়, নৈতিকতারও চরম লঙ্ঘন। এর ফলে স্বাস্থ্যসেবার মান এবং কর্মীদের প্রতি জনগণের আস্থায় বড় ধরনের চিড় ধরতে পারে।

এ ঘটনায় অনেকেই মনে করছেন, সরকারি সেবাখাতের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

সাব্বির

×