
.
কক্সবাজারে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তবে দাম চড়া। ছোট সাইজের ইলশ (৫শ’ গ্রাম) ১৩শ’ থেকে ১৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। এসব ইলিশের বড় সাইজের দেড় থেকে দুই কেজি বিক্রি হচ্ছে ২৮০০-৩০০০ টাকা কেজি দরে।
জানা গেছে, কিছু রেস্তোরাঁ ব্যবসায়ী ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের দাম বৃদ্ধি করেছে বলে বিক্রেতাদের কেউ কেউ জানিয়েছেন। কেননা রেস্তোরাঁয় পর্যটকদের একেক পিস ইলিশ ৩ থেকে সাড়ে তিনশ’ টাকায় পেল্ট বিক্রি করতে পারছে। পর্যটকরাও উপায়ান্তর না দেখে চড়া দামে খাচ্ছেন ইলিশ মাছ। ট্যুরিস্টদের এই গলাকাটা ব্যবসার কারণে বাজারে ইলিশ-রূপচাঁদাসহ বিভিন্ন সাইজের মাছের দাম স্থানীয়দের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে।
টেকনাফের শাহপরীর দ্বীপের ফিশিং ট্রলারের জেলে মোহম্মদ আলী বলেন, সরকারি বিধিনিষেধ (নির্দিষ্ট সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা) মানতে আমাদের কষ্ট হতো। কারণ মাছ ধরতে না পারলে সংসার খরচ চালানো কষ্টের। তারপরও সরকারি বিধিনিষেধ মেনেছি। তাই এখন সাগরে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। আশা করি সামনে আরও বড় ইলিশ পাওয়া যাবে। এখন ঝড়-বৃষ্টিতে আবহাওয়া পরিস্থিতি কিছুটা খারাপ। সাগরে ইলিশের পাশাপাশি বড় পোপা (পোয়া মাছ), গোইজ্জা (রিটা) মাছও পাওয়া যাচ্ছে। শাহপরীর দ্বীপের ফিশিং ট্রলার মালিক আজিজ উল্লাহ কোম্পানির মাঝি ছৈয়দুল আমিন বলেন, সাগর থেকে মাছ ধরে বৃহস্পতিবার দ্বীপ ঘাটে ট্রলারসহ ফিরে আসি। সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ইলিশসহ পাঁচ মণ মাছ পাওয়া গেছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ ইলিশ ছিল। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সরকারি বিধিনিষেধ মানার কারণে এখন জেলেদের জালে সাগরের বড় বড় ইলিশ ধরা পড়ছে। এতে জেলে ও ট্রলার মালিকরা উপকৃত হচ্ছেন।
প্যানেল