ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বাকেরগঞ্জে সব নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২০:৪১, ২৫ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে সব নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ছবি: জনকণ্ঠ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সব নদী-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন ইউনিয়নের নদী তীরবর্তী জনপদ পানিতে তলিয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরের পর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ভেরি বাঁধ ভেঙ্গে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান  তুলাতলী নদীর জোয়ারে তলিয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে! গতকাল রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা দমকা বাতাস বইছে।

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গোটা উপকূলজুড়ে ঝড়ো হাওয়া বইছে। বিরামহীন বৃষ্টি হচ্ছে। দমকা ঝড়ো হাওয়ায় জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। 

এদিকে নিম্নচাপের কারণে আজ শুক্রবার দুপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার তুলাতলী, কারখানা, পান্ডব, বিষখালী, পায়রা নদীর ভেরি বাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু এলাকায় ভেরি বাঁধ অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে এইসব এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। 

অনেকটা ঝড়ো বাতাসের সঙ্গে নদীর পানি বাড়ছে। নদী তীরবর্তী অনেকের বাড়ি-ঘরে পানি ঢুকে গেছে। প্রতিবছর ঝড়-বন্যা-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাদের। প্রতি বছর যখনই ঝড় বন্যায় নদীর পানি বৃদ্ধি পায় তখন দুর্বল ভেরি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে।

নিম্নচাপের প্রভাবে বাকেরগঞ্জের নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এই এলাকার নদীর জোয়ারের পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল। 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী তাইজুল ইসলাম জনকণ্ঠকে জানান, মেঘনা, তেতুলিয়াসহ দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিকেল ৩ টার পর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, আজ বিকেল ৩টায় সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। এটি দিনের সর্বোচ্চ গতিবেগ। বিকেল ৩টা থেকে আগের ২৪ ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আগামী ২৪ ঘণ্টায় বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

সাব্বির

×