ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার, খুলনা

প্রকাশিত: ২০:২৮, ২৫ জুলাই ২০২৫

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

খুলনা নগরীর দৌলতপুরের মানিকতলায় রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ নাঈম শেখ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নাঈম শেখ রেলিগেট এলাকার সেলিম রেজার বাড়ির ভাড়াটিয়া তোতা মিয়ার ছেলে।
শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে মানিকতলার সিএইচডি খাদ্য গুদামের নিকট সেনপাড়া, কিঃমিঃ নং- ৯/৬ রেল মাইল পোষ্টে পাশে এ দুর্ঘটনা ঘটে। 
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদাউস আলম খান বলেন, বৃষ্টিতে পড়ে পিচ্ছিল খেয়ে নাঈম ট্রেন লাইনে চলে যায়। এ সময় দ্রুতগামী সাগরদাড়ি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Jahan

×