
ছবি: জনকণ্ঠ
রাজশাহীতে বিয়ের নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মোকাদ্দেম হোসেন শাওন (৪০) নামের এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
শাওন কাজী জেলার মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি একই উপজেলার বাকশিমইল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার। তার বিরুদ্ধে অধিক টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী (অপ্রাপ্তবয়স্ক) ছেলে-মেয়েদের বিয়ে রেজিস্ট্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। বিয়ের নামে প্রতারণার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
অবশেষে র্যাব রাজশাহীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।
মুমু ২