
ছবি: সংগৃহীত
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট এবং দুজন নার্স ঢাকায় আসছেন।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
তিনি বলেন, "তারা আজ রাত ১২টার মধ্যেই বার্ন ইনস্টিটিউটে পৌঁছাতে পারেন। ইতোমধ্যে ৮টি ডিসিপ্লিনের চিকিৎসকদের সমন্বয়ে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করা হয়েছে। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকরা এই টিমে যুক্ত হবেন।"
দুর্ঘটনায় এখন ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। এছাড়া পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আহতদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি মূল্যায়নে ১০ জনকে শঙ্কামুক্ত ধরা হচ্ছে। ৩০ জন মাঝারি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে তিনি জানান, ৭০ থেকে ৮০ ধরনের ওষুধ প্রয়োজন হচ্ছে, যার সবই সংরক্ষিত রয়েছে। ৭২ ঘণ্টার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা নিজেরাও সরঞ্জাম সঙ্গে আনছেন। প্রয়োজনে সরকার আরও সহায়তা দেবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৭০ জন।
মুমু ২