ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফরিদগঞ্জে এনজিওর ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা

মোঃ মাইনুল ইসলাম, চাঁদপুর

প্রকাশিত: ২০:৪৩, ১৩ জুলাই ২০২৫

ফরিদগঞ্জে এনজিওর ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা

ছবি: প্রতীকী

চাঁদপুরের ফরিদগঞ্জে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধূ। রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুই সন্তানের জননী ওই গৃহবধূ অটোরিকশাচালক জাকির হোসেনের স্ত্রী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী বলেন, এলাকার বিভিন্ন এনজিও থেকে নাজমা বেগম ও জাকির হোসেন দম্পতি ঋণ গ্রহণ করেছেন। জাকির হোসেন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এক সময়ে ভালোভাবে সংসার চললেও বর্তমান আগের মতো রোজগার নেই, পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে।

তিনি আরও বলেন, ‘একদিকে পরিবারের আর্থিক অস্বচ্ছতা, অন্যদিকে এনজিওর ঋণের চাপ। এনজিও কর্মীরা বিভিন্ন সময়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।’

জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের সবাই যখন বাহিরে ছিল, সবার অগোচরে নাজমা বেগম বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তার স্বামী বাড়িতে এসে দেখে নাজমা বেগমের মরদেহ ঝুলে আছে। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে নাজমা বেগম নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাকিব

×