ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শিবগঞ্জের সাবেক ভাইস-চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ জুলাই ২০২৫

শিবগঞ্জের সাবেক ভাইস-চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে শিবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জঙ্গিবিরোধী অপারেশন ঈগল হান্টের নামে নিরপরাধ মানুষকে হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুরের মৃত খোশ মোহাম্মদের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম এসব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। অপারেশন ঈগল হান্টের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। তিনি অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সাব্বির

×