ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ওপর টার্গেটিংয়ের অভিযোগ: কড়া প্রতিক্রিয়া ব্যারিস্টার কায়সার কামালের

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৪০, ১৩ জুলাই ২০২৫

সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ওপর টার্গেটিংয়ের অভিযোগ: কড়া প্রতিক্রিয়া ব্যারিস্টার কায়সার কামালের

ছবি: সংগৃহীত

সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনায় শুধু ব্যক্তিগত বেদনা নয়, রাজনৈতিক অপকৌশলও কাজ করছে। তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে একটি বিশেষ রাজনৈতিক দল বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করছে। এমনকি ওই দলটির একজন নেতা প্রকাশ্যে বলেছেন, তিনি বিএনপির পতন চান।

 

 

এমন মন্তব্যের সমালোচনা করে কায়সার কামাল প্রশ্ন তোলেন, “একটি রাজনৈতিক দলের পতন চাওয়ার চিন্তা কীভাবে একটি গণতান্ত্রিক নেতার মাথায় আসে?” তিনি মনে করিয়ে দেন, বিএনপি কোনো হঠাৎ গজিয়ে ওঠা দল নয়; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ দলের নেতৃত্বে রয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরে প্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে নেতৃত্ব দিচ্ছেন।

কায়সার কামাল দাবি করেন, বিএনপি কখনোই আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেনি, বা অন্য দলে ঢুকে ‘বর্ণচরার’ মতো আচরণ করেনি। তাই তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান এবং অন্য দলগুলোকে বিএনপিকে টার্গেট করে বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

 

 

তিনি আরও বলেন, “যদি দেশের মানুষ, গণতন্ত্র এবং সাংবিধানিক ধারার প্রতি কারো আস্থা থাকে, তাহলে তাকে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় গ্রহণ করতে হবে; সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার নয়।”

সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদকের কাছে পাঁচ দিনের মধ্যে স্পষ্ট জবাব দাবি করেছেন কায়সার কামাল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্রিমিনাল ও সিভিল লায়াবিলিটি হিসেবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি ইঙ্গিত দেন, ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের শাসনকে বৈধতা দেওয়ার ইতিহাস যাদের রয়েছে, তারাই আজ বিএনপিকে টার্গেট করছে। তিনি তাদের অতীত ভুলে না যেতে অনুরোধ করেন এবং এসব অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ছামিয়া

×