ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

প্রতিপালের সংযোগ সড়ক অবহেলায়, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

রফিকুল ইসলাম রফিক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:২৯, ১২ জুলাই ২০২৫

প্রতিপালের সংযোগ সড়ক অবহেলায়, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের সঙ্গে, মাহিগঞ্জ-পাওটানা প্রধান সড়কের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত থাকায়, প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো গ্রামবাসীকে।

প্রতিপাল গ্রামের মাঝ দিয়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ গ্রামীণ সড়কটি শুরু হয়েছে নেকমামুদ বাজার থেকে। সেতু পার হয়ে এটি ডাঙ্গির পাড় এলাকায় মাহিগঞ্জ-পাওটানা সড়কে গিয়ে মিলেছে। 
মাঝখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ভোটকেন্দ্র, যার কারণে প্রতিদিন স্কুলগামী শত শত শিক্ষার্থী এবং স্থানীয় ভোটারসহ অসংখ্য মানুষ এই সড়কে চলাচল করেন।

অথচ দীর্ঘদিন ধরে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ বা সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো রাস্তা কাদা ও পানিতে তলিয়ে গিয়ে ডোবার রূপ ধারণ করে। দুর্বিষহ এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া, এমনকি শিশুর স্কুলে যাওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “সড়কটি এখন কাঁদায় একেবারে ভরে যায়। কেউ অসুস্থ হলে রিকশাও চলতে পারে না। হেঁটে নিতে হয় হাসপাতালে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে গিয়ে প্রায়ই পড়ে যায়।”

অন্য এক প্রবীণ স্থানীয় নাগরিক আ: ছামাদ জানান, “আমরা বহুবার চেয়ারম্যান, ইউএনও অফিস, এমনকি জেলা পরিষদেও বলেছি। কিন্তু শুধু আশ্বাসই পাই, কাজের কাজ কিছু হয় না। এই রাস্তা দিয়ে আশপাশের আরও অন্তত পাঁচ-ছয়টি গ্রামের লোক চলাচল করে।”
তাম্বুলপুর ইউনিয়নের ইউপি সদস্য এক প্রতিক্রিয়ায় বলেন, “সড়কটির গুরুত্ব অনেক বেশি। এটি শুধু প্রতিপাল গ্রামের নয়, বরং আশপাশের একাধিক গ্রামের একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়। দ্রুত সংস্কার হওয়া জরুরি।”

স্থানীয় প্রবীণ আলহাজ্ব নয়া মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,
“শুধু ভোটের সময় নেতারা এ পথ দিয়ে হাঁটে, তখন দেখে-শোনে। তারপর পাঁচ বছর আর কেউ খবর নেয় না। আমরা সরকারের কাছে দাবি জানাই—এই রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়।”

এ বিষয়ে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশিদ বলেন, “এই সড়কটির উন্নয়নের জন্য আমরা একাধিকবার আবেদন করেছি। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট এলেই কাজ শুরু করা হবে।”

জনগণের এই ন্যায্য দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এখন সময়ের দাবি। প্রতিপাল ও আশপাশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার ও পাকা করণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এলাকাবাসী।

Jahan

×