ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে ছিনতাই ও নানা অপরাধে জড়িত ২৮ কিশোর-যুবক গ্রেপ্তার

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২২:৪৫, ১১ জুলাই ২০২৫

টঙ্গীতে ছিনতাই ও নানা অপরাধে জড়িত ২৮ কিশোর-যুবক গ্রেপ্তার

টঙ্গীর বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকভাবে ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ অভিযানে নেমে ছিনতাই ও বিভিন্ন অপরাধে জড়িত ২৮ কিশোর-যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ জুলাই) পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার গাজীপুরার সাতাইশ রোডে মাসকো গার্মেন্টসের সামনে একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের টঙ্গীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাইনিজ চাকু, একটি চাপাতি, একটি দা ও মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, চক্রটি দীর্ঘদিন ধরে টঙ্গী ও তার আশপাশের বিভিন্ন পোশাক কারখানা ও টঙ্গী-গাজীপুর মহাসড়কে ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জনকণ্ঠকে বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মিমিয়া

×