ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রলোভন দেখিয়ে প্রতারণা

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২২:৪৫, ১০ জুলাই ২০২৫

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রলোভন দেখিয়ে প্রতারণা

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকুরি প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতারণার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. ইশতিয়াক বখত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত রুল এখনো চূড়ান্ত হয়নি। ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া কোনো সময়ই নিয়োগ কার্যক্রম পরিচালনা করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার পাশাপাশি কেউ যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিচয়ে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বা ফোনকল পান, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বসাধারণকে এই ধরনের প্রতারণামূলক লেনদেন থেকে বিরত থাকার এবং নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

রাজু

×