ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী।।

প্রকাশিত: ২২:১১, ১০ জুলাই ২০২৫; আপডেট: ২২:১১, ১০ জুলাই ২০২৫

টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবার এসএসসি বা দাখিল সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর মুহাম্মাদ ছালমান জনকণ্ঠকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখায় এ বছর মোট ৭৭৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে, যা মোট পরীক্ষার্থীর ৬২ শতাংশেরও বেশি। পাশের হার ৯৮.৫৮ শতাংশ।

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাহিম আল বিরুনী বলেন, ‘শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় আমি জিপিএ ৫ পেয়েছি।’ মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান গণমাধ্যমকে বলেন, "এই অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সদিচ্ছা ও সহায়তা।

আমরা বিশ্বাস করি এ সাফল্য ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষ সাধনের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তা’মীরুল মিল্লাত মাদ্রাসা যে কোনো জাতীয় পরীক্ষায় বরাবরই স্থান অর্জন করছে।

আফরোজা

×