ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

কাউনিয়ায় কলা গাছের সাথে শত্রুতা

মন্জুরুল আহসান শামীম, কাউনিয়া, রংপুর

প্রকাশিত: ১৯:২৮, ১০ জুলাই ২০২৫

কাউনিয়ায় কলা গাছের সাথে শত্রুতা

কাউনিয়ায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা। দূবৃর্ত্তরা রাতের আধারে কৃষক রেজাউল করিমের উঠতি কলার পীর সহ চল্লিশটি গাছ কেটে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়েছে। ঘটনা টি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার হরিচরণ লস্কর চৌকিরঘাট গ্রামে। 

আমজাদ হোসেনের পুত্র কলা চাষী রেজাউল করিম জানান সংসারে স্বচ্ছতা আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ির পাশে পাঁচ বিঘা জমিতে কলা গাছ রোপন করে সন্তান স্নেহে আমি পরিচর্যা করে আসছি। আর কয়েক দিন পরেই কলা গুলো বিক্রির উপযোগী হবে। এর মধ্যেই কেবা কাহারা শত্রুতাবশত: বুধবার রাতে কোন এক সময়ে ছয় শতক জমির চল্লিশ গাছ কলার পীর সহ টুকরো টুকরো করে কেটে মাটিতে ফেলে রেখেছে। এতে তার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা হবে। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। 

উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার বলেন আমি বিষয় টি শুনার পর সরেজমিনে এক কর্মকর্তাকে তদন্তে পাঠিয়েছি। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Jahan

×