
জয়পুরহাটে তাৎক্ষণিকভাবে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের সদর থানা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি, শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, সাবেক জেলা সভাপতি অ্যাড. আসলাম হোসেন, শিবিরের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক তারেক হোসেন এবং ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
এ সময় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আফরোজা