ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জের কাশিয়ানীতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

মো. আশরাফুজ্জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮:২৬, ১০ জুলাই ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড ও গোপালগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার রাজপাট বাজার এলাকায় এই অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রণতি পোদ্দার। সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শরীফ মাহমুদ, রাজপাট ইউনিয়নের সহকারী তহসিলদার অধীর মণ্ডল, পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

অভিযানে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে তোলা ৩৩টি অবৈধ ঘর উচ্ছেদ করে জায়গাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির পরিমাণ এক একর ৫০ শতাংশ। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা বলে জানান পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শরীফ মাহমুদ।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রাজপাট বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করা হয়েছিল। আজকের অভিযানের মাধ্যমে সরকারি জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।”

নুসরাত

×