ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪:৪১, ১০ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পরিচালিত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যগণের সন্তান নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং প্রথম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেক, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।

এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৫ শ’ টাকা, ১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা, ১০ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৫ শ’ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

রাকিব

×