
ছবি: দৈনিক জনকণ্ঠ
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিলের রামকৃষ্ণ মিশন রোডে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। কয়েক ঘণ্টার হালকা বৃষ্টির পরেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে যায়, ফলে প্রতিদিনের জীবনযাত্রায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। বৃষ্টি হলেই নালার পানি উপচে রাস্তায় ছড়িয়ে পড়ে। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পথচারীরা ভিজে কাদা-পানি মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হন। এ বিষয়ে এক দোকানদার বলেন, "বৃষ্টি হলেই দোকানের সামনে পানি থইথই করে। ক্রেতারা আসতে ভয় পায়। ব্যবসা বন্ধ হওয়ার জোগাড়।"
সকালে ও বিকেলে যখন যানবাহন এবং মানুষের ভিড় বেশি থাকে, তখন জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করে। গাড়ি চলাচল ব্যাহত হয়, রিকশা ও মোটরসাইকেল বিকল হয়ে যায়। প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, শিশুরা স্কুলে যেতে না পেরে ঘরে বসে থাকতে বাধ্য হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে, তা স্পষ্টভাবে বলা হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত নালা-নর্দমা সংস্কার, পানি নিস্কাশনের ব্যবস্থা উন্নত করা এবং রাস্তাটি উঁচু করে নতুনভাবে নির্মাণ করতে হবে। তা না হলে প্রতি বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হবে।
নোভা