ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপানে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১২:৫৩, ১০ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপানে মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের ডোবা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এরআগে বুধবার রাতে নাচোল উপজেলার ঝিকরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
পুলিশের দাবি, অতিরিক্ত মদ পান করে ডুবে মারা গেছেন তিনি। মৃত ওই ব্যক্তির নাম ঢেনা মুর্মু। তিনি একই উপজেলার পীরপুর সাহানাপাড়ার বদ্ধাই মুর্মুর ছেলে।
 
ওসি মনিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে ঢেনার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পান করেন ঢেনা। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ডোবায় গিয়ে ডুবে মারা যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

আবির

×