ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে হাবিপ্রবি কর্মকর্তারা

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৬, ১০ জুলাই ২০২৫

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে হাবিপ্রবি কর্মকর্তারা

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে হাবিপ্রবি কর্মকর্তারা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে শিক্ষকের পরিবর্তে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে থেকে নিয়োগের দাবিতে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

গত ০৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত করা হলে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেয়। পরবর্তীতে কর্মকর্তাদের ভিতর থেকে রেজিস্ট্রার নিয়োগের দাবিতে ০৯ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী রেজিষ্ট্রার সহ, পরীক্ষা নিয়ন্ত্রক, অর্থ ও হিসাবের শাখার পরিচালক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক পদ গুলোয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্রমোশনের মাধ্যমে নিয়োগ পাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এসব পদে কর্মকর্তাদের নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সময় নোটিশ দিয়েছে। 

এর আগে ২০২২ সালে মূল পত্র ও তাগিদ পত্র প্রদানের পর ২০২৪ সালে পুনরায় বিশ্ববিদ্যালয়কে উক্ত পদ সমূহে কর্মকর্তাদের নিয়োগের জন্য পত্র প্রদান করে।
ইউজিসির পত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইনে বর্ণিত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষ কলেজের শিক্ষকগণকে চুক্তিভিত্তিক/খন্ডকালীন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যাদি সূচারুভাবে সম্পাদনে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। প্রতিষ্ঠাকাল হতে ১০(দশ) বছর পূর্ণ হয়েছে এমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন/সংবিধি/প্রবিধি অনুযায়ী উল্লিখিত পদসমূহে পূর্ণকালীন জনবল নিয়োগ প্রদান করা প্রয়োজন মর্মে কমিশন হতে সূত্রোস্থ ০২টি পত্রে (মূল পত্র ২০-০৩-২০২২, তাগিদ পত্র ২০-০৬-২০২২) অনুরোধ করা হয়।

কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা জানান, বারবার কর্মকর্তাদের পদ গুলোয় শিক্ষকদের নিয়োগ দেওয়ায় আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বার বার এই বিষয়ে বিশ্ববিদ্যালয়কে নোটিশ দিলেও তা মানা হচ্ছে না। আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে দাবি জানাই যেন রেজিস্ট্রার পদে সিনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব ভারপ্রাপ্ত আর অতিরিক্ত দায়িত্বের কারণে তাদের শিক্ষা কার্যক্রম ও গবেষণা কার্যক্রম ব্যাহত হয়। এছাড়াও প্রশাসনিক কার্যক্রমেও বিঘ্ন দেখা দেয়।

তাসমিম

×