ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দৌলতপুরে সাবেক এমপি ও তার ভাইয়ের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ 

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া 

প্রকাশিত: ০০:২৩, ১০ জুলাই ২০২৫

দৌলতপুরে সাবেক এমপি ও তার ভাইয়ের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ 

ছবি: জনকণ্ঠ

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়। 

বুধবার দুপুর ১টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বাড়িতে পৃথক নোটিশ ঝুলানো হয়।

নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে হবে। সাবেক এমপি রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ২০১৪ ও ২০২৪ সালে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার  ছোট ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং  দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এদিকে দুদকের নোটিশ জারির পর এলাকায় এ নিয়ে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ২০২৪ এর ৫ আগষ্টের পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তাদের বাড়িতে কেউ অবস্থান করেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, আমরা এসেছি এমপি সাহেব ও তার ভাই টোকেন চৌধুরীর সম্পদের বিবরণী চেয়ে  নোটিশ দিতে। তারা বাড়ি না থাকায় তাদের বাড়িতে নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ের মধ্য সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শহীদ

×