ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে এন্টিভেনোমের অভাবে শিশুর মৃত্যু

আফ্রিদি আহাম্মেদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মানিকগঞ্জ

প্রকাশিত: ২২:৫২, ৯ জুলাই ২০২৫

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে এন্টিভেনোমের অভাবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে এন্টিভেনোমের অভাবে মুন্নী আক্তার নামক ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (০৯ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় ৬ বছর বয়সী শিশু মুন্নি আক্তার কে সাপে কামড় দিলে তৎক্ষণাৎ তার পরিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে এন্টিভেনোম নাই বলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও এন্টিভেনোম না পেলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে নয়াডিঙ্গী নামক এলাকা থেকে রাত ৮:৩০ ঘটিকায় শিশুটির মৃত্যু হয়।

শিশু মুন্নি আক্তার ঘিওর উপজেলাধীন জাবরা চরপাড়া গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে।

শিশু মুন্নি আক্তারের চাচা এরশাদ জানান, সদর হাসপাতালে নেওয়া পর্যন্ত শিশুটির জ্ঞান ছিল এমনকি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও সে পর্যন্ত বেঁচে ছিলো। ঢাকা নেওয়ার পথে নয়াডিঙ্গী থেকে মারা যায়। তবে দুঃখের বিষয় মানিকগঞ্জে দুইটা সরকারি হাসপাতালে আমরা এন্টিভেনোম পেলাম না, যার কারণে মুন্নি মারা যায়। সরকারি হাসপাতালের সেবার অভাবে এভাবে মারা গেলো মুন্নি, কিছুই বলার নাই আর। 

এ বিষয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, এন্টিভেনোমের চাহিদা আমরা অনেক আগেই দিয়ে রাখছি এখনও সাপ্লাই নাই। বিষধর সাপের কামড়ের রোগীও গত ছয় মাসে মারা যায়নি। বর্তমানে তাহলে কিভাবে সাপে কামরের রোগীদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নরমাল যে সাপের কামড়ে রোগী আসে সেগুলোর আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই। তবে বাচ্চা মারা যাওয়ার যে বিষয়টা সেটা আগামীকাল আমি হাসপাতালে গিয়ে দেখবো।

 

রিফাত

×