ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পটুয়াখালী-৪ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন মোস্তাফিজুর রহমান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:০০, ৯ জুলাই ২০২৫

পটুয়াখালী-৪ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন মোস্তাফিজুর রহমান

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আগামী সংসদ নির্বাচনে ভোটের রাজনীতিতে অন্যতম ফ্যাক্টর ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) প্রার্থী হিসেবে সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলার অসংখ্য নেতাকর্মী তাদের ফেসবুক পেইজে এমন একটি পোস্টকার্ড শেয়ার করেন। বিষয়টি কলাপাড়ার সর্বত্র আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী জানান, পীর সাহেব চরমোনাই এই আসনে আগামী সংসদ নির্বাচনে মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নিজেই ঘোষণা দিবেন।

কলাপাড়ায় ব্যক্তি জনপ্রিয়তায় অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বিএনপির সাবেক সাংসদ সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। এরপর থেকেই তিনি সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছেন। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করায় দলটির নেতা-কর্মীরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন।

উপজেলার মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান মিছবাহ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনিও তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে দলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন।

এর আগে, সম্প্রতি কলাপাড়া অডিটোরিয়াম মিলনায়তনে তৃণমূল পর্যায়ের প্রার্থী বাছাইকালে নেতাকর্মীরা বলেছিলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে আমাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকেই প্রার্থী হিসেবে চাই।

উল্লেখ্য, ভোটের রাজনীতিতে কলাপাড়া এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছে বলে নেতাকর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ইতোমধ্যে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটি তিনটি ইউনিয়নে তিনজন চেয়ারম্যান নির্বাচিত করে চমক দেখিয়েছে।

শহীদ

×