
ছবি - জামায়াত নেতা ড. মাসুদের সাথে গণসংযোগ করছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক (গোল চিহ্নিত)
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের গণসংযোগের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের এ ভিডিওতে দেখা গেছে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকা উত্তর বাউফলের ধুলিয়া সিকদারের বাজারে গণসংযোগ করছেন। কখনো মোটরসাইকেলে আবার কখনো পায়ে হেঁটে তিনি এ গণসংযোগ করছেন। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে হাত মেলাচ্ছেন, বুকের সাথে বুক মেলাচ্ছেন। এসময় তার সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক ছিলেন।
গণসংযোগের এ ভিডিওটি জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ নিজেও তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন। তবে ভিডিওটি কবে কখন ধারণ করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে ধুলিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতা বলেন, নাঈম সিকদার তারেক যেহেতু বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদে আছেন, ওই অবস্থায় কোনোভাবেই তিনি আরেকটি দলের কেন্দ্রীয় নেতার সাথে গণসংযোগে অংশ নিতে পারেন না। তবে এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের বক্তব্য পাওয়া যায়নি।
এর দুই মাস আগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক শতাধিক অনুসারী নিয়ে ভোর রাতে ধুলিয়া লঞ্চঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী দোতলা লঞ্চে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অভ্যর্থনা জানিয়ে স্লোগান দেন। ওই লঞ্চযোগে ভিপি নুর তার নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বক্তব্য, তখন তিনিও ওই লঞ্চে ছিলেন। শুধু সৌজন্যতা দেখানোর জন্য তার সাথে দেখা করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা বলেন, “আমি ভিডিওটি দেখি নাই। যদি ঘটনা সত্য হয় তাহলে দলীয় হাইকমান্ড ব্যবস্থা নেবেন।”
আফরোজা