
“রান ফর বাংলাদেশ, রান ফর হেল্থ”—এই স্লোগান সামনে রেখে আবারও শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা ‘রায়পুরা ম্যারাথন ২০২৫’-এর প্রস্তুতি। ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে ২ জুন থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এবারের আসরে ৭০০ জন অংশগ্রহণকারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এরইমধ্যে ৫০০ জনের বেশি দৌড়বিদ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
রেজিস্ট্রেশন করতে আগ্রহীরা https://raipuramarathon.run/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা ৪২, ২১, ১০ এবং ৫ কিলোমিটার—এই চারটি বিভাগে দৌড়ে অংশ নেবেন। রায়পুরা থেকে হাসনাবাদ পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামীণ পথ ধরে অনুষ্ঠিত হবে মূল দৌড়, যা রায়পুরাকে পরিণত করবে এক প্রাণবন্ত ক্রীড়া জনপদে।
আয়োজক কমিটির সদস্য সাদেক হোসেন খোকা বলেন,
“গত বছর ৭ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে আমরা সফলভাবে ম্যারাথন আয়োজন করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এবার আরও সফল ও সুন্দর আয়োজনের প্রত্যাশা করছি।”
রায়পুরা রানার্সের ফাউন্ডার ও অভিজ্ঞ ম্যারাথন ফিনিশার সবুজ সিকদার বলেন,
“তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও গতিশীল জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। এবার আমরা আরও বড় পরিসরে ম্যারাথন আয়োজনে প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন,
“এটি শুধুমাত্র একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং রায়পুরা তথা নরসিংদীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এতে স্বাস্থ্য সচেতনতা, তরুণদের সক্রিয়তা এবং গ্রামীণ পর্যটনের সম্ভাবনা উজ্জীবিত হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান,
“রায়পুরাকে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে উপস্থাপন করতেই এই আয়োজন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।”
Jahan