
ছবিঃ সংগৃহীত
চাঁদপুর শহরের জোর পুকুর পাড় সংলগ্ন মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং।
ঢাকার জনপ্রিয় সংরক্ষিত রেস্টুরেন্ট ব্র্যান্ড স্বত্বাধিকার ‘কাচ্চি ডাইন’-এর নাম ও লোগোর সাথে মিল রেখে চাঁদপুরে গড়ে ওঠে এই কাচ্চি ডাইনিং। যা নিয়ে নিয়মিত সরগরম পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়া ও জাতীয়-স্থানীয় একাধিক গণমাধ্যমে।
কাচ্চি ডাইনিং-এ আসা আরিয়ান, হোসাইন, রাকিব নামে তিন বন্ধু একসঙ্গে কাচ্চির অর্ডার করেন। তাদের কাচ্চির প্লেটে খাসির সঙ্গে গরুর মাংস পাওয়া যায়। বিষয়টি তিনি ডাইনিং-এর ওয়েটারকে জানালে, তিনি রেগে যান। পরে এটি প্রমাণ রাখার জন্য ভিডিও করা হয়। ভিডিও করতে দেখে দায়িত্বশীল একজন এসে ক্যামেরা বন্ধ করতে বলেন। মোবাইল ক্যামেরা বন্ধ না করায় ওই ব্যক্তি ভোজনপ্রেমীদের সাথে রূঢ় আচরণ করেন।
আরিয়ান, হোসাইন, রাকিব এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, “আজ আমরা কাচ্চি ডাইনিংয়ে গিয়ে হতাশ! আমরা অর্ডার করি দুইটা খাসির কাচ্চি। অনেক ভিড় থাকায় এক ঘণ্টা দেরিতে কাচ্চি আসে। তিনশ টাকা প্লেট হিসেবে কাচ্চির পরিমাণ ও মাংসের সাইজ ঠিকঠাকই ছিল। বিপত্তি বাধে খাওয়ার সময়—এক প্লেট কাচ্চিতে মাথার চুল পাওয়া যায়। খাওয়া শুরু করার পর বুঝতে পারি, মাংস দুই পিসের মধ্যে এক পিস গরু আরেক পিস খাসি। চার টেবিলে একইভাবে খাবার পরিবেশন করা হয়।”
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ভিত্তিতে সঠিক তথ্য যাচাই করতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তথ্য সঠিক হওয়ায় ভোজনপ্রেমীদের সাথে প্রতারণা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বিভিন্ন পণ্য এবং ভেজাল খাদ্যদ্রব্য রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কাচ্চি ডাইনিং-এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বাদামের শরবত ও বিভিন্ন খাদ্যসামগ্রী পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কাচ্চি ডাইনিং-এর ম্যানেজার কাজী মাসুম বলেন, “সম্প্রতি আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে কিছু বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা আমাদের ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও ব্যবসায়িক নৈতিকতার পরিপন্থী। প্রথমত, আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি—চাঁদপুর কাচ্চি ডাইনিং-এর মেনুতে কোনো বিফ (গরুর মাংস) আইটেম নেই। আমরা শুধুমাত্র খাসির কাচ্চি পরিবেশন করে থাকি।”
ইমরান