ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বিএনপি থেকে বহিষ্কারের ৪৮ ঘণ্টার মধ্যে টঙ্গী স্বেচ্ছাসেবক দলের সম্পাদক গ্রেপ্তার

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী।

প্রকাশিত: ২০:৪৫, ৮ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৬, ৮ জুলাই ২০২৫

বিএনপি থেকে বহিষ্কারের ৪৮ ঘণ্টার মধ্যে টঙ্গী স্বেচ্ছাসেবক দলের সম্পাদক গ্রেপ্তার

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের ৪৮ ঘণ্টার মধ্যে আটক করেছে পূর্বাচল র‍্যাবের একটি দল। 

মঙ্গলবার (৮ জুলাই) পূর্বাচল ৩০০ ফুট এলাকার পূবাইল থানা সীমানা এলাক থেকে তাকে আটক করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান রাতে জনকণ্ঠকে জানান, র‍্যাব ১ এর একটি দল সিরাজুল ইসলাম সাথীকে তাদের কাছে হস্তান্তর করার পর গার্মেন্টসের ঝুট ঝামেলা মামলায় তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গত রবিবার (৬ জুলাই) গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপনকে চাঁদাবাজির মামলায় টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেপ্তারের ৪ ঘণ্টার মাথায় গাজীপুর বিএনপির স্থানীয় ৪ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বিএনপি থেকে বহিষ্কারের আগে গ্রেপ্তার হন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিএস স্বপন। ৪৮ ঘন্টার মধ্যে আজ মঙ্গলবার আটক হলেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

এদিকে সিরাজুল ইসলাম সাথীর দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীরা বলছেন, চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুটের ব্যবসা দখল বা অনৈতিক কোন ঘটনায় কোন সময়ে সে জড়িত ছিলেন না। বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বুঝিয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও সিরাজুল ইসলাম সাথীকে বিএনপি থেকে বহিষ্কারের ঘটনা ঘটায়।

গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিএস স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে দল থেকে বহিষ্কারে নোটিশ জারি করে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে এই বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। বহিষ্কারাদেশ চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর বিএনপি'র ৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 
 

রিফাত

×