ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে ৭ দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২০:১৩, ৮ জুলাই ২০২৫

মাদারীপুরে ৭ দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এই স্লোগানে মাদারীপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মঙ্গলবার দুপুরে শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনে ফিতা  কেটে মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। পরে একটি র‌্যালি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এ সময় উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পাশাপাশি আলোচনা সভায় বক্তারা উপস্থিত সবাইকে নিজ গৃহে বৃক্ষরোপণের আহবান জানান। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী ১৪ জুলাই।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  মোহাম্মদ হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ অনেকে।

Jahan

×